এবার বন্ধ হচ্ছে ইয়াহুর দুই প্রকল্প


প্রকল্প বন্ধের খেলায় মেতে উঠেছে বিশ্বের শীর্ষ সব প্রযুক্তি প্রতিষ্ঠান। গত মাসে ৭ টি প্রকল্প বন্ধের ঘোষণা দেয় গুগল। এবার বন্ধের ঘোষণা এল Yahoo থেকে। ঘোষণা অনুযায়ী Movie Blog একটি টেলিভিশন
অনুষ্ঠান ব্লগ 'দ্য সেট' এবং 'Yahoo Projecter' off করবে Yahoo। এই দুটি প্রকল্পটি বন্ধ হলেও ইয়াহুর অন্যান্য সেবার মান উন্নয়ন করা হবে বলে জানিয়েছে Yahoo।
টুইটারের এক বার্তায় তথ্য নিশ্চিত করেছেন Yahoo Projecter সাইটের কো-এডিটর উইল লিচ। তিনি জানান, দুটি সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে Yahoo। এটি ভিজিটরদের জন্য খারাপ সংবাদ হলেও আশা করছি তাঁরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।