প্রকল্প বন্ধের খেলায় মেতে উঠেছে বিশ্বের শীর্ষ সব প্রযুক্তি প্রতিষ্ঠান। গত মাসে ৭ টি প্রকল্প বন্ধের ঘোষণা দেয় গুগল। এবার বন্ধের ঘোষণা এল Yahoo থেকে। ঘোষণা অনুযায়ী Movie Blog ও একটি টেলিভিশন
অনুষ্ঠান ব্লগ 'দ্য সেট' এবং 'Yahoo Projecter' off করবে Yahoo। এই দুটি প্রকল্পটি বন্ধ হলেও ইয়াহুর অন্যান্য সেবার মান উন্নয়ন করা হবে বলে জানিয়েছে Yahoo।টুইটারের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন Yahoo Projecter সাইটের কো-এডিটর উইল লিচ। তিনি জানান, দুটি সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে Yahoo। এটি ভিজিটরদের জন্য খারাপ সংবাদ হলেও আশা করছি তাঁরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।