iPhone 5 Pico Projector Patent !

এবার হ্যাকারদের কবলে পড়েছে মাইক্রোসফটের অফিশিয়াল ইউটিউব চ্যানেল। রবিবার সকালে হ্যাকাররা আক্রমণ চালিয়ে মাইক্রোসফটের বিভিন্ন অফিশিয়াল ভিডিও সাম্প্রতিক ক্যাম্পেইনগুলোর ভিডিও ক্লিপস মুছে ফেলে। মাইক্রোসফটের হিসাবে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটির গ্রাহক সংখ্যা
২৪ হাজারেরও বেশি।তবে সেখানে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো না থাকলেও ছোট ছোট কিছু বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, একই দিন দুপুর দেড়টা
পর্যন্ত এন্টারটেইনমেন্ট টুনাইট (ইটি) শিরোনামে হ্যাকাররা চারটি নতুন ভিডিও ইউটিউব চ্যানেলটিতে আপলোড করে। প্রতি দুই ঘণ্টা অন্তর এসব ভিডিও আপলোড হচ্ছিল। পঞ্চম ভিডিওটি আপলোডের কিছুক্ষণ পরই হ্যাকাররা সেটি সরিয়ে ফেলে। হ্যাক হওয়ার পর চ্যানেলটিতে 'আমি কখনো ভুল করি না, আমি সহজে আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি, যা ২০০৬ সালে আমিই বানিয়েছিলাম' বার্তা প্রদর্শন করছে।