একাধিক সিম ব্যবহারের কারনে নম্বর মনে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকাল। অনেক সময় আমরা নিজের মোবাইল নম্বরটিই ভুলে যাই। সিম যদি নতুন হয় সেক্ষেত্রে ঘটনাটি ঘটে বেশি। কল দিয়ে নম্বর জানতে গিয়ে দেখা গেল মোবাইলে যথেষ্ট পরিমান ব্যলাঞ্চ নেই। কার্ড রিচার্জ করে মোবাইল নম্বর বের করা বেশ ঝামেলার
ব্যপার।
ব্যপার।
কাজটি এত ঝামেলা করে না করে সহজেই সমাধান করতে পারেন এভাবেঃ
A. গ্রামীনফোন (প্রিপেইড) *১১১*৮*২#
B. গ্রামীনফোন (পোস্টপেইড) *১১১*৮*৩#
C. রবি *১৪০*২*৪# অথবা ১২০০ নম্বরে কল করে ৪ প্রেস করুন (ফ্রি)
D. বাংলালিঙ্ক *৬৬৬*৮*২#
E. এয়ারটেল *১২১*৬*৩#
Sourc: http://smmitbd.blogspot.com/2011/12/blog-post_31.html#more