স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে সক্ষম প্রযুক্তি তৈরি করেছে গুগল। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী সাধারণ রাস্তায় চালক ছাড়া যেকোনো গাড়ি চালানো যাবে। এ বিষয়ে গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জ ব্রিন বলেছেন, 'বিশ্বে অনেক মানুষ রয়েছে যারা পঙ্গুত্বের কারণে গাড়ি চালাতে পারে না। এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাড়ি চালাতে সক্ষম হবে।'
নতুন এ প্রযুক্তিনির্ভর
গাড়ির ছাদে ব্যবহার করা হবে 'লাইডার' নামের লেসার যন্ত্র। যন্ত্রটি ৩৬০ ডিগ্রি ত্রিমাত্রিক ছবি সংগ্রহের মাধ্যমে গাড়ির আশপাশের দুই সেন্টিমিটার দূরত্বের যেকোনো বস্তুর অবস্থান নির্ণয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে
গাড়ি চালাতে সক্ষম।