
কেউ যদি বাড়িতে বসেই পুরুষদের চুলের পরিচর্যা ও খুশকি দূর করার উপায় নিয়ে চিকিত্সা করাতে চান, তবে রিঠা ফল কিনে তা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ১৫ মিনিট মাথার চুলে ম্যাসাজ করতে হবে। দেখা যাবে কয়েক দিন পর আপনা-আপনি চুল খুশকিমুক্ত হয়েছে। আবার লেবু ও পেঁয়াজের রস এক করে চুলে তা ম্যাসাজ করেও খুশকি দূর করা যায়। তবে এসব জিনিস চুলে প্রয়োগ করলে চুল রুক্ষ হয়ে যায়। এ জন্য কন্ডিশনার করা শ্যাম্পু ব্যবহার করতে হবে।
সেই সঙ্গে চুল ময়েশ্চারাইজ করার জন্য ক্রিম ব্যবহার করতে হবে। চুলের খুশকি দূর করার জন্য মাথায় গরম তেল ম্যাসাজ করাটাও বেশ উপকারী। প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার করা ভালো নয়। সপ্তাহে দুবার চুলে শ্যাম্পু করা যেতে পারে। তবে খুশকির সমস্যা বেশিহলে চিকিত্সকের পরামর্শ দিতে হবে।