ফেসবুক থেকে ব্লক করুন বিরক্তিকর মানুষ গুলোকে।

নির্দিষ্ট কোন বন্ধু বা যে কোন বাক্তি কে আপনার প্রোফাইল বা অন্ন তথ্য দেখা থেকে বিরত রাখতে তাকে ব্লক করে রাখতে পারেন। এজন্য Settings থেকে Privacy Settings  এ যান। এবার নিচের Blocked People and Apps এর Manage Blocking ক্লিক করুন। দেখবেন নিচের মত একটি পেজ আসবে।

এখানে Block User এ যেই বাক্তিকে Block করতে চান তার নাম দিন বা আপনি চাইলে ইমেইল ও দিতে পারেন এরপর দেখবেন একটি বক্সে ঐ নামে বাক্তিরা আসে করেছে তার ডান পাশে Block এ ক্লিক করুন ব্যাস ব্লক হয়ে গেল। এভাবে আপনি চাইলে আকাধিক বাক্তিকে ব্লক করতে পারেন।
আর Unblock করতে একই ভাবে ব্লক লিস্ট থেকে Remove এ ক্লিক করলেই হবে।