নির্দিষ্ট কোন বন্ধু বা যে কোন বাক্তি কে আপনার প্রোফাইল বা অন্ন তথ্য দেখা থেকে বিরত রাখতে তাকে ব্লক করে রাখতে পারেন। এজন্য Settings থেকে Privacy Settings এ যান। এবার নিচের Blocked People and Apps এর Manage Blocking এ ক্লিক করুন। দেখবেন নিচের মত একটি পেজ আসবে।

এখানে Block User এ যেই বাক্তিকে Block করতে চান তার নাম দিন বা আপনি চাইলে ইমেইল ও দিতে পারেন এরপর দেখবেন একটি বক্সে ঐ নামে বাক্তিরা আসে করেছে তার ডান পাশে Block এ ক্লিক করুন ব্যাস ব্লক হয়ে গেল। এভাবে আপনি চাইলে আকাধিক বাক্তিকে ব্লক করতে পারেন।
আর Unblock করতে একই ভাবে ব্লক লিস্ট থেকে Remove এ ক্লিক করলেই হবে।