ফটোশপে ডিজাইনের কাজ করার সময় লেয়ার ব্যবহার করতে হয়। এ জন্য বারবার লেয়ার
প্লেটে না গিয়ে শর্টকাট কি ব্যবহার করা সম্ভব। লেয়ার তৈরির শর্টকাট কি
ব্যবহারের জন্য কিবোর্ড থেকে
Ctrl + Shift + N চাপতে হবে। এভাবে যতবার
লেয়ার তৈরির প্রয়োজন হবে, ততবার শর্টকাট কি দিয়ে কাজ করা সম্ভব।