বিশ্বের সবচাইতে জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান “ইয়াহু” তাদের একাউন্টে অন্য একাউন্ট দ্বারা লগইন করার সুবিধা দিয়েছে। ফলে ইয়াহুতে লগইন করতে ইউজার-পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক বা গুগলে লগইন করা থাকলে সরাসরি নির্দিষ্ট ইয়াহু একাউন্টে লগইন করা যাবে।
ফেসবুক দিয়ে লগইন করতেঃ ইয়াহুতে লগইনের সময় নিচের দিকে Sign in with: এর নিচের ফেসুবকের আইকনে ক্লিক করুন, তাহলে
একটি পপআপ উইন্ডো আসবে। এবার ফেসুবকে লগইন করা থাকলে (লগইন না করা থাকলে লগইন করতে হবে) Allow বাটনে ক্লিক করুন। এখন উপরের ডানে Already have a Yahoo! ID? এর Sign in to connect এ ক্লিক করুন এবং ইয়াহুর আইডি ও পাসওয়ার্ড দিয়ে Sign In বাটনে ক্লিক করুন তাহলে ইয়াহুতে লগইন হবে। এরপর থেকে ইয়াহুতে লগইন করতে ফেসবুকের আইকনে ক্লিক করলে ফেসবুক লগইন করা থাকলে ইয়াহুতে লগইন হবে।গুগল দিয়ে লগইন করতেঃ এজন্য নিচের Sign in with: এর নিচের গুগলের আইকনে ক্লিক করুন, তাহলে একটি পপআপ উইন্ডো আসবে। এবার গুগলে লগইন করা থাকলে Remember this Approval চেক রেখে Allow বাটনে ক্লিক করুন এবং ইয়াহুর আইডি ও পাসওয়ার্ড দিয়ে Sign In বাটনে ক্লিক করুন তাহলে ইয়াহুতে লগইন হবে। এরপর থেকে ইয়াহুতে লগইন করতে গুগলের আইকনে ক্লিক করলে গুগলের উক্ত একাউন্টে লগইন করা থাকলে ইয়াহুতে লগইন হবে। এছাড়াও ইয়াহুতে লগইনের সময় ইয়াহু আইডি এর স্থলে জিমেইল ঠিকানা লিখে পাসওয়ার্ড দিয়েও লগইন করা যাবে। সূত্রঃ ইন্টারনেট(এসডি)।