
সংবাদমাধ্যম সিনেট জানিয়েছে, বর মিগুয়েল হ্যানসন একজন
ওয়েব ডেভেলপার এবং আইটি কনসালটেম্লট। সমপ্রতি তিনি
বিয়ে পড়াতে যে আচার পালন করতে
হয় সেগুলো মিলিয়ে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি
করেছেন। আর কম্পিউটারে সে প্রোগ্রামটি চালু করে নিজেই প্রথম
বিয়েটা সেরে নিলেন। হ্যানসনের তৈরি করা এ প্রোগ্রামটির নাম রিভ ডট বিট।
বিয়ের সময় হ্যানসনের বাবা-মাসহ ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। এ রকম বিয়েতে সরকারি কোনো
বাধা না থাকলেও এ দম্পতিকে নাম রেজিস্ট্রির বিষয়টি কিন্তু অবশ্যই পালন করতে
হবে।