
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের তথ্য
প্রকাশ করা হয়েছে। ফেসবুকের হ্যাকারদের নজর কী রকম সেটা জানাতেই এ তথ্য
প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞরা
জানান, এটা সত্যিই বড় একটি সংখ্যা, যারা প্রতিনিয়ত চেষ্টায় থাকেন ফেসবুকের
তথ্য চুরি করতে। কম্পিউটার নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান শপসের
প্রযুক্তি পরামর্শক গ্রাহাম কুলি বলেন, যখনই অসতর্কতার সঙ্গে ফেসবুকের কেউ
প্রবেশ করেন, তখনই মনে রাখতে হবে একটু ভুলের কারণেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাকারদের দখলে চলে যেতে পারে।
বর্তমানে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি, যারা প্রায় গড়ে ৭০০ বিলিয়ন মিনিট সময় কাটান ফেসবুকে!
ব্যবহারকারীদের
সুবিধার্থে ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ নামের নতুন একটি
বৈশিষ্ট্য, যার মাধ্যমে পাসওয়ার্ড হারিয়ে ফেললেও ব্যবহারকারী নির্বাচিত
পাঁচজন বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে পেতে পারবেন গোপন নম্বর। তবে নিজের ফেসবুক
অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেওয়া কিংবা অ্যাপ্লিকেশন
ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি নিরাপত্তা
বিশেষজ্ঞরা।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম